মাটিতে রসের অভাবে আমের গুটি ঝরে গেলে গাছের চারপাশে নিয়মিত সেচ দিতে হবে। আমের গুটি মটর দানার মত হলেই প্রথমে একবার গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে। প্রথম সেচ দেয়ার পর থেকে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত ১৫ দিন পর পর সেচ দিতে হবে। অর্থাৎ আম গাছে ভরা মুকুলের সময় থেকে শুরু করে ১৫ দিন অন্তর অন্তর আম গাছের গোড়ায় ৪ বার সেচ দিতে হবে।
স্প্রে করনের মাধ্যমে আম ঝরা রোধঃ
১। আম ঝরা রোধের জন্য আমের গুটি মটর দানার মত হলে প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া সার অথবা প্রতি লিটার পানিতে ৬ গ্রাম হারে বোরিং এসিড স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। স্প্রে কাজটি আমের গায়ের ওপর সকাল ৮ থেকে ১২ টার মধ্যে করতে হবে।
২। প্রতি ৪.৫ লিটার পানিতে ২ মিলিলিটার হারে প্লানোফিক্স হরমোন পানিতে মিশিয়ে আমের গুটিতে করলে গুটি ঝরা কমে যায়।
৩। ফুল ফোটা অবস্থায় জিবেরেলিক এসিড প্রতি লিটার পানিতে ৫০ মিলিগ্রাম হাড়ে স্প্রে করলেও আমের গুটি ঝরা কমে যায়।
Leave a Reply