প্রতিকার
মাটিতে পানি অভাবে আমের গুটি ঝরে গেলে গাছের চারপাশে নিয়মিত সেচ দিতে হবে। আমের গুটি মটরদানার মতো হলে প্রথমে একবার গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে। প্রথম সেচ দেওয়ার পর থেকে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত ১৫ দিন পরপর সেচ দিতে হবে। সেচের পাশাপাশি হরমোন প্রয়োগ করলে আমের গুটি ঝরা কমানো যায়।
আম গাছে মুকুল আসার সময় হপার পোকা কচি অংশের রস চুষে খায়। ফলে মুকুল শুকিয়ে বিবর্ণ হয়ে ঝরে পড়ে। এছাড়া রস চোষার সময় পোকা আঠালো পদার্থ নিঃসৃত করে। এতে ফুলে পরাগরেণু আটকে পরাগায়ণে বিঘ্ন ঘটে।
মুকুল আসার পর কোন কীটনাশক দেয়ার প্রয়োজন নেই। তাহলে পরাগায়নের সমস্যা হবে । তবে mango hoppers দমনের জন্য ফেরমন ফাঁদ পেতে পোকা ধরতে পারেন । আম দানার মতো হলে কীটনাশক দিতে পারেন । যদি powdery Mildew of mango রোগ হয়ে থাকে, তবে ম্যানকোজেব স্প্রে করুন।
Leave a Reply